সাম্প্রতিক বছর সমূহের (৩ বছর) প্রধান অর্জন সমূহ ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য চাহিদা পূরণের লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকের মধ্যে উন্নত প্রযুক্তি হসত্মামত্মরের মাধ্যমে বিগত ৩ বছরে উদ্যান ফসল তথা ফল,,সবজি, মসলা, ফুল ও শোভাবর্ধনকারী ফসলের চারা/কলমের বাম্পার উৎপাদন করতে সক্ষম হয়েছে। হর্টিকালচার উইং এর আওতাধীন হর্টিকালচার সেন্টার সমূহ উদ্যান ফসল সম্প্রসারনের উলেস্নখ যোগ্য কার্যক্রম চলমান রেখেছে।এ কার্যক্রমে চাষীদেরকে উন্নতমানের চারা/কলম ও বীজ উৎপাদন ও বিতরণ কার্যক্রম জোরদার করা হয়েছে। বিগত ৩ বছরে পটুয়াখালী হর্টিকালচার সেন্টারের মাধ্যমে ফলের চারা/কলম ৩১,৯৫০ টি, ফুলের চারা ৫,৫৫০ টি, মসলা জাতীয় ফসলের চারা ৩৫০ টি, ঔষধি ফসলের চারা/কলম ২,৪০০ টি, সবজি চারা ৫৪,০০০ টি ও শোভাবর্ধনকারী গাছের চারা/কলম ৬,৩০০ টি উৎপাদন করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS